হত্যা ধামাচাপায় ঘুষ : তারেকের বিষয়ে রায় ১৬ মার্চ

Slider বাংলার আদালত

 

2015_06_28_04_38_24_QQ6Iea8reOBv58pqmUrFFOc9V1NCnb_original

 

 

 

 

ঢাকা : বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও করে দুদক। আর সেই মামলা বাতিল প্রশ্নে জারি করা হাইকোর্টের রুলের রায় আগামী ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলার আবেদনের বিবাদী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আদালতে অংশ নেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। অপরদিকে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান।

বিষয়টি  নিশ্চিত করেছেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন।

এর আগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবুল কাসেম বাদী হয়ে রমনা থানায় তারেক রহমানসহ আটজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

পরে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করেন তারেক রহমান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে আগামী ১৬ মার্চ রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়।

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *