হিলি দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু

Slider অর্থ ও বাণিজ্য


সরকার চাল আমদানিতে শুল্ক কমিয়ে দেয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে
নয় মাস বন্ধ থাকার পর শনিবার (২৩ জুলাই) দুপুরে ভারত থেকে চালবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৩টি ভারতীয় ট্রাকে ১০৮ মেট্রিক টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।

এর আগে গেল বছর ৩১ অক্টোবর সবশেষ এ বন্দরে চাল আমদানি হয়। এরপর সরকার দেশের কৃষকের কথা চিন্তা করে চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়িয়ে ৬০ শতাংশ করে দেয়। এতে চাল আমদানি বন্ধ হয়ে যায়।

সম্প্রতি আবারও দেশের বাজার স্বাভাবিক রাখতে চাল আমদানির অনুমতি পাওয়ার পর এ বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, দেশীয় বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। তাই চালের দাম সহনশীল রাখতেই শুল্ক কমিয়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার। যেহেতু চাল আমদানি শুরু হয়েছে, তাই আমদানি পর্যাপ্ত হলে বাজারে দাম অনেকটাই কমে আসবে।

এদিকে কাস্টমসের শুল্কায়নসহ সব কার্যক্রম শেষে আমদানি করা চাল দ্রুত ছাড় করা হচ্ছে বলে জানান হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *