রাজীবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক মতবিনিময় সভা

Slider বাংলার সুখবর

rajibpur-picture-09-01-2016-3

কুড়িগ্রাম: রাজীবপুর উপজেলা পরিষদ মিলায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন অফিসের উদ্যোগে দুপুর ১২ টার দিকে ওই সভা অনুষ্ঠিত হয়।

রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রুহুল আমিন,আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন,জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুছ সরকার,উপজেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তা, আলীগ সভাপতি আব্দুল হাই সরকার,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,বিলকিস বেগম, ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল,প্রেসক্লাব সভাপতি কুদ্দুস বিশ্বাস প্রমুখ।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন,বর্তমানে লেমিনেটিং করা জাতীয় পরিচয় পত্র অনেক সময় নকল করে কিছু মানুষ বিভিন্ন অপরাধ করছে ।তাই সরকার স্মার্ট কার্ড বিতরণের সিন্ধান্ত নিয়েছে স্মার্ট কার্ড নকল করা যাবে না। তিনি মতবিনিময় সভায় উপস্থিত সকল কে জাতীয় পরিচয় পত্রের নানা সুবিধার সাধারণ মানুষের মাঝে তুলে ধরার অনুরোধ করেন।

Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *