নতুন অধিনায়ককে নিয়ে যা বললেন মাশরাফি

Slider খেলা


জিম্বাবুয়ে সফরের জন্য নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এ অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, সোহানের সৌভাগ্য কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী বলেন, ‘প্রতিভা যখন পরিশ্রম করতে চায় না, তখন প্রতিভাবানের চেয়ে পরিশ্রমই ভালো। বাংলাদেশের টি–টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় তোমাকে অভিনন্দন কাজী নুরুল হাসান সোহান। তোমার সৌভাগ্য কামনা করছি।’

সন্ধ্যায় জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ। তার আগে জানানো হয় নতুন অধিনায়কের নাম। সোহানকে নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। আমরা তাকে ডেকেছিলাম। তার সঙ্গে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে, জিম্বাবুয়েতে এবার একটা নতুন টিম পাঠাব। এ সিরিজে কিছু সিনিয়র প্লেয়ারও থাকছে না। মুশফিক থাকবে না, সাকিব থাকবে না, থাকছে না রিয়াদও। তাদের এ ব্যাপারটা আমরা জানিয়েছিও। এ টিমকে নিয়ে আমরা ভালো কিছু একটা আশা করছি। দেখতে চাই ওরা কেমন করে। এ টিমটাকে লিড করবে নুরুল হাসান সোহান।’

জালাল আরও বলেন, ‘ও (সোহান) স্থানীয় ক্রিকেটে অধিনায়কত্ব করেছে। প্রিমিয়ার লিগেও নেতৃত্ব দিয়েছে। আর ওর মধ্যেও আমরা নেতৃত্বের একটা গুণ দেখেছি। অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। আর এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা বোর্ডের বিষয়। সে টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক এবং দলকে অনুপ্রেরণা দিতে পারে।’

রিয়াদ আরও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সোহানকে দায়িত্ব দিয়েছি। তার মানে এটাই চূড়ান্ত না। রিয়াদরা আছে। সেটা আমরা পরে চিন্তা করব। জিম্বাবুয়ের সফরটা আমাদের জন্য পরীক্ষামূলক না। কারণ আমরা তো ভালো করছি না।’

প্রসঙ্গত, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস মাঠে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। পরের দিন গড়াবে দ্বিতীয় ম্যাচ। সবশেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ আগস্ট। এ সিরিজ শেষে দুদলের মধ্যে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *