বিদ্যুৎসহ সব ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Slider জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎসহ সব ক্ষেত্রে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহ্বান জানান তিনি।

এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সরকারপ্রধান বলেছেন—বিদ্যুৎসহ সব ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী এসব বিষয়ে অনেক আগে থেকেই বলে আসছেন। মিটিং ছাড়া সামারে আপনারা স্যুট-কোট পরবেন না।’

তিনি আরও বলেন, ‘রয়টার্সে একটা লেখা বেরিয়েছে। তবে যে ১০টি দেশ আগামীতে শ্রীলংকা হতে চলছে সেখানে বাংলাদেশের নাম নেই। আমদানি নিয়ন্ত্রণ চলে আসবে। বাংলাদেশ ভালো অবস্থানে আছে। আমরা স্বস্তির জায়গায় আছি। ডলার ক্রাইসিস ছিল, তা ম্যানেজ করে ফেলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *