বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লোডশেডিংই সরকারের ক্ষমতা ত্যাগের কারণ হতে পারে। আজ সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা থানার ১৯ নং ওয়ার্ড এবং শাহবাগ থানার ২১ নং ওয়ার্ডের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে ও এমএ হান্নানের পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা ও মোশাররফ হোসেন খোকন বক্তব্য দেন।
মির্জা আব্বাস বলেন, ‘সরকার উন্নয়নের ট্যাবলেট খাওয়াচ্ছেন বাংলাদেশের মানুষকে। বিদ্যুতে লোডশেডিং করবেন আর উন্নয়নের কথা বলবেন। উন্নয়নের ট্যাবলেট বেশি দিন খাওয়ানো যাবে না। উন্নয়নের ট্যাবলেট খাইতে খাইতে এখন শ্রীলঙ্কা বমি কইরা দিছে, শ্রীলঙ্কা কিন্তু এখন উন্নয়নের ট্যাবলেট খায় না।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার ঘোষণা দিয়েছে আগামীকাল থেকে লোডশেডিং শুরু হচ্ছে। ওইদিন বললেন, জনগণের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কুইক রেন্টাল দিয়ে আপনারা বিদ্যুৎ দিয়েছেন, বিদ্যুতের আর অভাব নেই। এখন আবার বলছেন উল্টো কথা- লোডশেডিং করতে হবে। তাহলে এতো টাকা দিয়ে কুইক রেন্টাল কেনো করলেন?’
তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে এত চুরি করার পরেও যদি লোডশেডিং হয়, আমার তো মনে হয় এই লোডশেডিংই সরকারের ক্ষমতা ত্যাগের কারণ হতে পারে। এভাবে মানুষ কিন্তু অসহিষ্ণু হচ্ছে, সাধারণ মানুষ অসহিষ্ণু হচ্ছে।’
মির্জা আব্বাস বলেন, সংসদ ভাঙতে হবে, ‘প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে গঠন করতে হবে। তারপরে নির্বাচন হবে।’