ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইন লিকেজ, ট্রাকে আগুন

Slider জাতীয়


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় এবার গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাশ দিয়ে যাওয়া একটি মিনি ট্রাকেও আগুন লাগে। তবে দ্রুত ট্রাকটি সটকে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা।

রোববার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৭ দিনে এখানেই ৩ বার আগুন লাগার কথাও জানান তিনি।

পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানী মুদি দোকানি এনামুল হক বলেন, ব্যস্ত সড়কে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড হচ্ছে প্রায়ই। দিনের পর দিন এমন ঝুঁকিপূর্ণ গ্যাস অপচয়ের পরও মেরামতের খবর নেই কর্তৃপক্ষের। এসময় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তুলেন বাসিন্দারা।

এদিকে,পার্শ্ববর্তী হরিনহাটি এলাকাও বেশ কয়েকটি স্থানে অনবরত গ্যাস বের হচ্ছে।

গতকাল শনিবার (১৬ জুলাই) সকালে সেখানে ফাঁকা রাস্তায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।

গাজীপুর তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী মো. শাহজাদা ফরাজী বলেন, লিকেজের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুতই মেরামত করা হবে ঝুঁকিপূর্ণ লাইনগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *