১৯ জুলাই কিংবদন্তী কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ এর প্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে তিন দিনব্যাপী ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসকে সামনে রেখে তারই নির্মিত ৩টি অনবদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি প্রচার করবে। এরমধ্যে ১৭ জুলাই ‘আমার আছে জল’, ১৮ জুলাই ‘শ্রাবণ মেঘের দিন’ এবং ১৯ জুলাই প্রচার হবে ‘ঘেটুপুত্র কমলা’।
ইমপ্রেস টেলিফিল্মের এর ছবিগুলো দেখানো হবে প্রতিদিন বিকেল ৩টা ৫ মিনিটে।
এছাড়া ১৯ জুলাই সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, প্রান্তী, রানা এবং তৃষা। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের লেখা ও সিনেমায় ব্যবহৃত গানগুলো শোনাবেন শিল্পীরা। এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন’-এর বিশেষ পর্ব।
বিশেষ আয়োজনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে ৩টি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। এরমধ্যে শহিদুল আলম সাচ্চু-এর প্রযোজনায় হুমায়ূননামা, আকা রেজা গালিব-এর প্রযোজনায় ও কারিগর এবং রবিন খান-এর প্রযোজনায় সিনেমার হুমায়ূন।