(নরসিংদীর আঞ্চলিক ভাষার কবিতা)
শইল ভালানা
“””””””””””””””””””
মহসিন খন্দকার
———————-
আটতারিনা বইতারিনা শইল্লের মাইঝে বাত,
মুহের ভিততে গুডা অইছে লড়ে কলের দাঁত।
বইলে পরে উটতারিনা কমর মারে চিলিক,
রগে টানে মাতা ঘুরে চহে মারে ঝিলিক।
নাতিডারে দুই বার কইছি,দেছনা কদ্দুর মলম,
ছুডু নাতি লইয়া ঘুরে দুরা হাফের ছলম।
বড় নাতির বৌ’রে কইছি,দেছনা ততা পানি,
তায় আমারে বহা মারে কানির ঘরের কানি।
সারাডা রাইত ঘুমাইছিনা,খালি রগে টানে,
জিনে ভুতে টাইন্না ঝুমুন মরাখলা আনে।
নিজের গতর নিজে মরাই আহন পাতা দিয়া,
ছুডু জাতের বইতাল ছেরি পুতে করছে বিয়া!