এসেছিলে একদিন….. নাছরিন লুনা

সাহিত্য ও সাংস্কৃতি

“এসেছিলে একদিন ”
“”””””””””””””””””””””””””””””
–নাছরিন লুনা–

এই কিগো শেষ দান
ব্যাথা দিয়ে গেলে।
ভেবেছ এ ব্যাথা করেছে মোরে মহান।

এরকম মহান হতে আমি চাইনি
বেদনার সুরে ভরপুর এ কাহিনি।
যেটুকু পরিচয়ে ছিলাম তোমার জীবনে,
তার মূল্য কভু দাওনি।

আজ চলে গেছ বহুদূরে
ভেবে নিবো হারাবার কিছু নেই
তবুও মনে পরে হৃদয়টা শূন্য অদূরে।

যাবার বেলায় তোমার মেঘমেদুর মুখখানি
আজও মনে পড়ে, কেটে গেছে কতো রজনী
কাঁটার আঘাতে হৃদয় হয়েছে ম্রিয়মান
এতো কষ্ট সহে তোমার জন্য হয়েছি মহীয়ান।

দুঃখ যদি দিবে,তবে কাছে এলে কেন?
একাই ছিলাম ভালোই ছিলাম
বলিনি জীবনের ভালোবাসা টুকু তোমায় দিলাম।

জানিগো কতো ফুল ঝরে যায় অনাদরে
প্রেমহীন জীবন এগিয়ে যাবে
ধুলিমাখা ধুলি ঝড়ে।

তোমাকে চেয়ে ভুল করেছি বারবার
তাই যাবার বেলায় ডাকতে পারিনি শতোবার।
নিবিড় হয়েছিলে শুধুই তুমি একা
ছবি নও পটে আঁকা দূর নিহারিকা।

বড়ো নিরব ছিলে তুমি,
দিয়েছ ভালোবাসা তোমার সব
সেটা কি স্বপ্ন, না সত্যি
আজও বুঝতে পারিনি ছিলনা বিশ্বাসের ভিওি।

স্তব্ধ দুপুরে কখন যে এসেছিলে
নির্ভয়ে আমার মনে।
হেরিলাম নিশীথ শীতল মমতা
শান্তির স্বস্তি ফিরেছে তোমারি মুখপানে।

অজস্র সময় নিয়ে গেছ তুমি
ভুল করে ভুলে যাবো তোমাকে আমি।
ভালোবাসা অর্জিত সম্পদ
হেলায় হারাও না তারে

খুঁজে ফিরো তারে চিরদিন
ভালোবাসার আঙিনায় তবেই হবে
তোমার বিচরণ একদিন।
জীবনকথায় বুঝবে এই না পাওয়ার বেদনা
তোমার জন্য হেরে যাওয়াই হবে সমীচীন।
######

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *