একটু চাওয়া ————————কোহিনূর আক্তার

সাহিত্য ও সাংস্কৃতি

আমার কিছু চাওয়ার ছিল ,
যা কখনো মনের আবেগ থেকে
উচ্ছ্বাসিত স্বজন-দ্বারে বলতে পারিনি।
তবুও কষ্ট গুলো অন্যের তরে ভাগ করিনি ।

আমার আমিরা বড়ই অসহায়
তা নিতান্তই নিজের দুরাশার কাঠগড়ায়।
কবে পেয়েছি আমাতে আমি ঠাঁই !
স্বপ্নগুলো বিলিয়েছি স্বজনতরে,
তবুও সুখ-পাখিটা মনো-কাছে নাই।

স্বজন প্রীতিলতা এতোটাই মরিচিকার স্বর্গ
অজান্তে মোহ-মায়ায় ছেয়ে গেছি,
বেরিয়ে আসার পথটা হলো যে বড়ই দীর্ঘ।

আমার কিছু চাওয়ার ছিল
ভোরের কুয়াশা সব ঢেকে দিল।
গিলেছে মহা-মায়া
পুরোটাই জীবনদগ্ধ কায়া ।

আমার কূলে ফোঁটায়নি স্বপ্নের ফুল
যা করেছি অন্যের পরে, তা হলো আজ ভুল ।
কোনো চাওয়া আমার পায়নি পূর্ণতা
জীবনের পথে পেলাম শুধু শূন্যতা।

যৌবনের গীত হয়নি মত্ত আসরে গাওয়া ,
প্রেম প্রিয়রে হয়নি আমার করে পাওয়া।
স্বজন-প্রীতি করেছে আমায় শিষ্য
জীবন সন্ধ্যায় আমার মত নেই কেউ নিঃস্ব।
আমার কিছু চাওয়ার ছিল
যা চাওয়াতে সবাই শুধু দুঃখ দিলো ।
তবুও আমার কিছু চাওয়া ছিল
শুধু একটু চাওয়ার ছিল।

২৩/১১/২০
৹৹৹৹৹৹৹৹৹৹৹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *