দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাটে পদ্মা নদীতে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বুয়েটের আর্কিটেকচার বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র।
দোহারের কুতুবপুর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি ভ্রমণ দল দোহারের পর্যটন স্পট মৈনট ঘাটে ঘুরতে আসে। সন্ধ্যার পরে তারা পদ্মা নদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলছিল। হঠাৎ কেউ একজন পদ্মা নদীতে পড়ে যাওয়ার শব্দ পান তারা। পেছনে তাকিয়ে দেখে তারিকুজ্জামান সানি (২৫) নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি তার।
নিখোঁজ শিক্ষার্থী শরিয়তপুরের জাজিরা থানার ডাঙ্গুরবেপারীকান্দির হারুন অর রশীদের ছেলে।