আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চেয়েছে শ্রীলঙ্কার তিন বাহিনী ও পুলিশ। শ্রীলঙ্কার ডেইলি মিরর এ খবর দিয়েছে।
খবরে প্রকাশ, বুধবার দেশটির ডিফেন্স স্টাফ প্রধান জেনারেল শাভেন্দ্র সিলভা জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন প্রেসিডেন্টের পদত্যাগ ও নতুন প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন বাহিনী ও পুলিশকে সহযোগিতা করেন।
এক বিশেষ বিবৃতিতে তিনি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ করেছেন।
তিনি বলেন, তারা স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দলীয় নেতাদের নিয়ে একটি বৈঠক করে প্রেসিডেন্টের পদত্যাগের পরে রাজনৈতিক কি পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীকে অবগত করেন।
এর আগে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে দায়িত্ব দেন প্রেসিডেন্টের অস্থায়ী দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এ বিষয়ে তিনি ডিফেন্স স্টাফ প্রধান, তিন বাহিনীর প্রধানগণ ও পুলিশ প্রধানকে নিয়ে একটি কমিটি গঠন করে দেন।
তিনি জানান, এ কমিটি রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ ছাড়াই যেকোনো পদক্ষেপ নিতে পারবে।