ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

Slider বিচিত্র

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই রনিল বিক্রমাসিংহে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া ওয়েস্টার্ন প্রভিন্সে কারফিউ জারি করেছেন। এছাড়া দাঙ্গাবাজ মনোভাবপন্ন লোকজন ও তাদের বহনকারী যানবাহন জব্দ করার নির্দেশও দেয়া হয়েছে। জনরায় উপেক্ষা করেই রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রীলঙ্কায় ২০ জুলাই পার্লামেন্টের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

এর আগে কলম্বোর ফ্লাওয়ার রোডে রনিল বিক্রমাসিংহের অফিসের সামনে বিক্ষোভকারীরা সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সস্ত্রীক মালদ্বীপ পালিয়ে যান। তবে তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

সূত্র : কলম্বো গ্যাজেট, টাইমস অব ইন্ডিয়া,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *