ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৬৮৭ জন ভর্তি

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮৭ জন। ঘণ্টায় ভর্তি হচ্ছেন ৭০ জনের উপরে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় সংখ্যা কিছু কম হয়েছে।

জানা গেছে, সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ২৩৫ জন। তবে বেসরকারি হিসেবে এটি কয়েক গুণ ছাড়িয়ে যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন। এছাড়া সরকারি হিসেবে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর নিশ্চিত করা হলেও বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে মৃতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

এ পর্যন্ত ঢাকার বাইরে ৪ হাজার ১৯০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *