গাজীপুরের মহাসড়কে গাড়ির চাপ, ধীরগতি

Slider জাতীয়

গাজীপুর: আর দু’দিন বাদেই ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এর চাপ পড়েছে মহাসকড়গুলোতে। আজ বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলছে ধীর গতিতে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গীর স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, ভোগড়া বাইপাস মোড়ে যানবাহনের জটলা দেখা দিয়েছে। ফলে গাড়ি চলছে ধীরগতিতে। এছাড়া চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভার নির্মাণসহ সড়কজুড়ে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় কোথাও কোথাও একলেনে চলছে গাড়ি। এক্ষেত্রে গাড়ির গতি অনেকটাই কমে গিয়ে যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে ঈদে ঘরমুখী মানুষেরা বাড়ি যেতে ভিড় করছেন। অনেকেই পর্যাপ্ত যানবাহন ও বেশি ভাড়ার কারণে নানাভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মহানগর পুলিশের ৪ শতাধিক সদস্য ছাড়াও জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *