আকাশ এখন জ্বলছে

সাহিত্য ও সাংস্কৃতি

11173462_815093038581105_1790334903_n

সাহিত্য ডেস্ক:

 

লিজা হাবিবা:

—আকাশ এখন জ্বলছেে।

আকাশ—!

–চাইছে শীতলতা ।

এই আহবানে চারপাশ অস্থির

এত আহবান—-!

ফিরিয়ে দেয়া যায় না।

তাই–

কাল মেঘে ঢেকে গেল চারপাশ ।

রেগে গেল মে।

কারণ—!

মেঘ শুধু রাগতেই জানেে।

আর—- তাইতো–!

মেঘের রঙ কালো।

যখন মেঘের মন ভাল থাকে

তখন সে সাদা রঙ ধারণ করে।

প্রতিটি জিনিসের নিজস্ব রুপ যেমন আছে

ভাল রুপও আছে–।

ভালটাকে সবাই চায়

আর —

খারাপটাকে দূরে রাখে ।

11146253_813376418752767_4194136664873087359_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *