মধুপুরে এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা সহায়তা প্রদান এবং প্রণোদনা কর্মসূচি

গ্রাম বাংলা

সাইফুল ইসলাম : টাঙ্গাইলের মধুপুরে এমডি-২ সুপার সুইড জাতের আনারসের উৎপাদন বৃদ্ধির জন্য নির্বাচিত কৃষকদের মাঝে চারা সহায়তা প্রদান এবং প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

এসময় বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক মেয়র মাসুদ পারভেজ, পিডি ঢাকা উদ্যান বিএডিসির মাসুদ আহমেদ, টাঙ্গাইলের উদ্যান বিএসডিসির সৈয়দ কামরুল হক ও কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।

অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্মী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। এ সময় নির্বাচিত কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অনুষ্ঠানে উন্নত জাতের এমডি-২ সুপার সুইড জাতের আনারসের উৎপাদন বৃদ্ধি ও গুণাগুণ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ১০৬ জন কৃষক উন্নত জাতের এ আনারস চাষ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *