সংসদে বাজেট পেশ চলছে

Slider অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা তথ্যপ্রযুক্তি ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

44033_mal

গ্রাম বাংলা ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন।

বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। শুরুতে কয়েক মিনিট দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপণ করলেও পরে বসেই বক্তব্য রাখছেন আবুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বলেন, এ প্রথম একটি নির্বাচিত সরকার মেয়াদ শেষ করে পূর্ণাঙ্গ মেয়াদের আরেকটি নির্বাচিত সরকারের কাছে মতা হস্তান্তর করেছে। সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় বাজেট অনুমোদিত হয়।  পৌনে ২ ঘণ্টার ওই সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা অংশ নেন। প্রস্তাবিত বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার ২০ কোটি টাকা। এতে রাজস্ব আয়ের ল্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৪ হাজার কোটি টাকা, ঘাটতি থাকছে প্রায় সাড়ে ৬৭ হাজার কোটি টাকার। এ নিয়ে অষ্টমবারের মত বাজটে পেশ করছেন মুহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *