কবিতা: জাতি বিভেদ
রচয়িতা : মো নাজমুল হক
একই আকাশ,একই দৃষ্টি,
একই বৃষ্টির বিন্দু।
বৃষ্টি ফোঁটা ছুঁয়ে বলোতো,
কোনটা মুসলিম আর কোনটা হিন্দু।
বলতে যদি নাই পারো,
তাহলে এতো বিভেদ করো কেন।
মিলে মিশে থাকো সবাই,
যার ধর্ম সে মানো।
ভাতটি যখন তুলছো মুখে,
ভাব কি যে কে ফলায় ধান।
কোন ধর্মের মানুষ তারা,
হিন্দু নাকি মুসলমান।
তাই জাতি বিভেদ দূর করো,
এক সূত্রে ধরো গান।
“আমরা এক বৃন্তে দুটি কুসুম,
হিন্দু আর মুসলমান “।।