বিএসএফের নির্যাতনে দুই গরু ব্যবসায়ী নিহত

Slider ফুলজান বিবির বাংলা

71745_bsf

ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ’র) নির্যাতনে আরও দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হল- মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের গুলাপের ছেলে শরিফ (২৫) ও তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত সাহেবের ছেলে হাকিম (৩৮)। মঙ্গলবার হাকিমের মৃত্যুর পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় শরিফও মারা যান।

নিহত হাকিমের বড় ভাই উকিল ও খড়িয়াল গ্রামের নিহত শরিফের পিতা গুলাব জানান, মঙ্গলবার গভীর রাতে শরিফ, হাকিমসহ  প্রায় ৮/১০জন ভারত থেকে  গরু আনতে যায়। এ সময় ভারতে নিমতিতা ও ঠাকুল বাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি করে। হাকিম ও শরিফসহ কয়েকজনকে ধরে অমানবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে ঘটনাস্থলেই হাকিম মারা যায়। আহত অবস্থায় বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফও মারা যান।
বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৯’ব্যাটালিয়নের অধিনায়ন আবু জাফর শেখ বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তে দুই গরু ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার প্রতিবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *