সিলেটে বানের পানি নামতে থাকায় বের হয়ে আসছে ঘরবাড়ির বিধ্বস্ত চেহারা। কোম্পানীগঞ্জে প্রতিটি গ্রামে কয়েকটি পাকা ঘর ছাড়া সব বন্যার স্রোতের সঙ্গে ভেসে গেছে। এ অবস্থায় আশ্রয়কেন্দ্রের বানভাসিরা ঘরে ফেরা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার কথা উঠতেই বানে বিধ্বস্ত ঘরে ওঠা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দারা।
কোম্পানীগঞ্জে বানের পানিতে তলিয়ে থাকা বিভিন্ন গ্রামে গ্রামে দেখা মেলে তছনছ হওয়া ঘরবাড়ির চেহারা। ঘরবাড়ি মেরামতের সঙ্গে দিনযাপনের জন্য নিশ্চয়তা চায় বানভাসি মানুষ।
সেনাবাহিনী বিধ্বস্ত ঘরবাড়িতে ঝুঁকি নিয়ে থাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছে খাদ্যসামগ্রী। এতে তারা দারুণ খুশি।
বন্যায় কোম্পানীগঞ্জের ছয় ইউনিয়নের শতভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়ে।