মুশফিকের পর ৫ হাজারি ক্লাবের মাইলফলকে তামিম

Slider খেলা


বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান ক্লাবে নাম লেখালেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ১৯ রান তুলেই এই মাইলফলক স্পর্শ করে দেশ সেরা ওপেনার। এই টেস্টে নামার আগে তামিমের ঝুলিতে ছিল ৪৯৮১ রান।

ইতোমধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। ৮২ টেস্টে ৫২৩৫ রান আছে মুশির।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের দৌড়ে ছিলেন মুশফিক ও তামিম। মুশফিকের প্রয়োজন ছিল ৬৮ রান। আর তামিমের দরকার ছিল ১৫২ রান। দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। আর ওই সিরিজে তামিম করেন ১৩৩ রান। তাই অপেক্ষা দীর্ঘ হয় তামিমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *