আওয়ামী লীগের ২৫, শেখ হাসিনার ২১

Slider জাতীয়

দলীয়ভাবে জাতীয় বাজেট ঘোষণায় আওয়ামী লীগের রেকর্ড আরও উচ্চতায় পৌঁছেছে। আর প্রধানমন্ত্রী হিসেবে সমৃদ্ধ হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রেকর্ডও। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার মধ্য দিয়ে দলীয় দেশের সর্বোচ্চ ১৭ বাজেট দেওয়ার রেকর্ড করেছিল আওয়ামী লীগ। এবার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণার মধ্য দিয়ে দেশের ৫২ বাজেটের মধ্যে ২৫টিই দিল আওয়ামী লীগ সরকার। এ নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বাজেট ঘোষণা হলো ২১টি। এ ছাড়া দলীয়ভাবে টানা ১৫টি বাজেট ঘোষণার রেকর্ড গড়ল ক্ষমতাসীন দলটি।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য দেশের ৫২তম বাজেট পেশ করেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলার সময় এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে এবারের বাজেট দিলেন অর্থমন্ত্রী, যার আকার হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

স্বাধীনতা লাভের পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করতে নতুন দেশের প্রথম বাজেট তৈরির দায়িত্ব পড়ে আওয়ামী লীগ সরকারের তখনকার অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের হাতে। ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের বাজেট ঘোষণা করেন তিনি। তার ঘোষণা করা দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। প্রথম দুই মেয়াদে অর্থাৎ ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রয়াত আবুল মাল আবদুল মুহিত। তৃতীয় মেয়াদে অর্থাৎ ২০১৮ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান আ হ ম মুস্তফা কামাল। টানা তিন মেয়াদের মধ্যে প্রথম ও দ্বিতীয় মেয়াদে টানা ১০টি বাজেট দেন আবুল মাল আবদুল মুহিত এবং তৃতীয় মেয়াদে টানা পাঁচটি বাজেট দিলেন আ হ ম মুস্তফা কামাল। দলীয়ভাবে এটি আওয়ামী লীগ সরকারের টানা ১৫তম বাজেট, যা আর কোনো দলের নেই।

সূত্রে আরও জানা যায়, ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আওয়ামী লীগ তিনটি বাজেট পেশ করে। এর পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এ দেশের বিপথগামী সেনা কর্মকর্তারা। এর পর টানা ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ সরকারের অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়া ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ছয়টি (২৬তম থেকে ৩০তম) বাজেট পেশ করেন।

কোন দল কতটি বাজেট দিয়েছে : বাজেট ঘোষণায় আওয়ামী লীগ সরকারের পরের অবস্থানই বিএনপির। দলটি তিন মেয়াদে ক্ষমতায় থেকে ১৬টি বাজেট দিয়েছে। তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি ৯টি বাজেট দিয়েছে।

নথিপত্রে দেখা গেছে, গতকাল ঘোষিত বাজেটসহ পাঁচ মেয়াদে আওয়ামী লীগ সরকারের পাঁচ অর্থমন্ত্রী মোট ২৫টি বাজেট দিয়েছেন। তারা হলেনÑ তাজউদ্দীন আহমদ, ড. এআর মল্লিক, এএমএস কিবরিয়া, আবুল মাল আবদুল মুহিত ও আ হ ম মুস্তফা কামাল।

বিএনপির তিন মেয়াদের শাসন আমলে তিনজন ১৬টি বাজেট উপস্থাপন করেছেন। তারা হলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ড. মির্জা নুরুল হুদা ও এম সাইফুর রহমান। জাতীয় পার্টির আমলে ৯টি বাজেট চার অর্থমন্ত্রী ঘোষণা করেন। তারা হলেনÑ আবুল মাল আবদুল মুহিত, এম সাইদুজ্জামান, এমএ মুনিম, ড. ওয়াহিদুল হক।

বাকি তিনটি বাজেট দিয়েছেন দুটি তত্ত্বাবধায়ক সরকারের দুজন অর্থ উপদেষ্টা। তারা হলেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *