বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে আজ

Slider সারাবিশ্ব


বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন আজ সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে শুরু হচ্ছে।

রোববার ১২ (জুন) থেকে ১৫ জুন পর্যন্ত চলবে এ সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

কোভিড-১৯ মহামারির কারণে প্রায় ৫ বছর পর ডব্লিউটিও’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাধারণত দুই বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল বিষয় করোনা মহামারি, কৃষি ও মৎস্যখাতের ভর্তুকি, মেধাস্বত্ত্ব এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা।

বাংলাদেশ এলডিসিভুক্ত ও অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করে। এলডিসি থেকে উত্তরণে পরবর্তীতে বাংলাদেশ মেধাস্বত্ত্বসহ অন্যান্য যেসব বাণিজ্যিক সুবিধা পাচ্ছে, সেসব সুবিধা যেন আরও কয়েকবছর অব্যাহত থাকে বাংলাদেশ প্রতিনিধিদল অত্যন্ত গুরুত্বসহকারে সম্মেলনে সেগুলো তুলে ধরা হবে। সূত্র বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *