উয়েফা নেশন্স লিগে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বৃহস্পতিবার (৯ জুন) রাত পৌনে ১টায় তৃতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ চেক রিপাবলিক। স্তাদিও আলভালাদে অ্যারেনায় ডার্ক হর্স চেকদের বিপক্ষে আজ এগিয়ে যাওয়ার লড়াই রোনালদো-ব্রুনোদের। একই সময়ে আরেক ম্যাচে স্তাদিও ডি জেনেভায় সুইজারল্যান্ড আতিথ্য দেবে স্পেনকে।
স্পেনের বিপক্ষে ম্যাচে রোনালদোকে একাদশে রাখেননি কোচ ফার্নান্দো স্যান্তস। কোনো মতে সেদিন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হার এড়িয়েছিল ‘ইউরোপের ব্রাজিল’। তবে রোনালদো ফিরতেই পর্তুগাল বদলে যায় পরের ম্যাচেই। সুইসদের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্টে বড় জয়ের নায়ক পর্তুগিজ যুবরাজই। আজও চেকদের বিপক্ষে নজর রাখতে হবে সিআর সেভেনের দিকে। যেমন দীর্ঘকায় চেক ফরোয়ার্ড জ্যাকব পেশেক, কুসতাদের থামাতে মূল দায়িত্বটা নিতে হবে কেপলার পেপেকে। ২০০২ সাল থেকে এক সঙ্গে পর্তুগালকে টানছেন দলের এই দুই সিনিয়র সদস্য।
ইউরোর ব্যর্থতার পর থেকেই পর্তুগাল এই দলটা যে অদম্য। সামনে যারাই আসছে দুমড়ে মুচড়ে যাচ্ছে। বয়সের ফ্রেমে রোনালদোকে বাধাটা হাস্যকর। ৩৭ এ-ও ছুটছে তার বাজির ঘোড়া। আগের ম্যাচেই করেছেন জোড়া গোল। চেকদের ডিফেন্সলাইন ভাঙা যেন তার কাছে নস্যি।
দল জয় পেলেও মিডফিল্ড নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সান্তোসের। শুরুর একাদশে বার্নাদো সিলভা পারেন ফিরতে। মন্টিরো-দিয়াগো জটার সঙ্গে আক্রমণভাগে ক্রিস্টিয়ানোতেই বাজি সেলেকাওদের।
অন্যদিকে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়ে আসর শুরু করা চেকরা দ্বিতীয় ম্যাচেও নিয়েছে স্প্যানিশদের স্নায়ুর পরীক্ষা। আসরের দুই ম্যাচেই গোল পেয়েছেন জ্যান কুসতা। এ ম্যাচ জিতলে টেবিলের শীর্ষস্থান দখলে নিবে চেক রিপাবলিক। যেখানে তাদের ফর্মেশন হতে পারে আক্রমণাত্মক ৩-৪-২।
উত্তেজনার আভাস মিলছে জেনেভায়ও। যেখানে ভিন্ন ম্যাচে স্প্যানিশদের সামনে সুইস বাধা। আসরে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই দু’দলেরই। সুইজারল্যান্ড ভরসা খুঁজবে নোয়া ওয়াফোরে, স্পেনের কাছে স্বস্তি নাম পরিসখ্যান। কারণ এর আগের ২৩ দেখায় ১৭ জয়ের বিপরীতে মোটে একবারই হেরেছে তারা।
পুরো আসর জুড়েই গাভির পা ছড়াচ্ছে মুগ্ধতা। মধ্যমাঠে কোকে – পাভলোরা এনকিরের আস্থার প্রতিদান দিলেও কিছুটা নিস্প্রভ রদ্রি। তাইতো এ ম্যাচে তার পরিবর্তে শুরুর একাদশে ফিরতে পারেন মার্কোস লরেন্তে। স্প্যানিশদের সম্ভাব্য ৪-৩-৩।