অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪

Slider জাতীয়

নরসিংদীর রায়পুরায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪
আশিকুর রহমান পিয়াল

শনিবার (০৪ জুন) সন্ধ্যায় ঢাকায় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আমিরগঞ্জ রেলস্টেশনের অদূরে হাসনাবাদ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালিহর মাইজপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), একই এলাকার ইব্রাহীম খানের ছেলে আনিস খান (২৪) ও আব্দুর রশিদের ছেলে শাহীন মিয়া (২৩)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমাইদুল জাহিদী জানান, হাসনাবাদ বাজার রোড থেকে আসা একটি পিকআপভ্যান অরক্ষিত হাসনাবাদ লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যান। পরে ঢাকায় নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *