প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা কাল

Slider অর্থ ও বাণিজ্য


ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা আসছে আগামীকাল রবিবার। রবিবার বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা দিবে।
বিইআরসি কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিইআরসি কর্তৃপক্ষ জানান, আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সেই ঘোষণা করতে হয়। বিইআরসি কর্তৃপক্ষ সে সময়ের কাছাকাছি চলে এসেছে। তবে ঠিক কি পরিমাণ দাম বৃদ্ধি পাবে তা এখনও জানা যায়নি। সরকারের প্রতিশ্রুত ভর্তুকির সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম ঠিক করার জন্য বিইআরসি কর্তৃপক্ষ কাজ করছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করেই আবাসিকে গ্যাসের দাম সামান্য বৃদ্ধি হতে পারে বলে কমিশন সূত্রে জানা যায়। এছাড়া অন্য খাতগুলোতে সমন্বয় করে দাম বৃদ্ধি করা হবে যাতে সাধারণ মানুষের উপর চাপ না পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *