প্রথম দর্শনে প্রেম অসম্ভব!

Slider লাইফস্টাইল

125524Love_at_facebook

 

 

 

 

 

বহু সাহিত্যেই প্রথম দর্শনে প্রেমের কথাটি পাওয়া যায়। যদিও ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বিষয়টি নিয়ে মানুষের যেমন আগ্রহ আছে তেমন ধোঁয়াশাও আছে।

প্রথম দেখায় প্রেম মনে হলেই ‘মিষ্টি প্রেমের’ একটি ফ্যান্টাসির দরজা খুলে যায় অনেকের মনে। তবে এ ফ্যান্টাসিতে যেন পানি ঢেলে দিল গবেষকদের সাম্প্রতিক গবেষণা!

নিরস গবেষকরা বলছেন, প্রথম দর্শনে প্রেম – কথাটা আদতে সত্য নয়! প্রথমে দর্শনে যা জন্মে তা হলো আকর্ষণ। প্রেম-ভালোবাসা আরো বহু দূরের ব্যাপার!

যদিও প্রথম দেখায় প্রেমের সমর্থকরা বলেন, এ প্রেম প্রথমবার দেখাতেই শুরু হয়। তবে দুইতরফা নয়, বরং একতরফা হতেই দেখা যায় এ ধরনের অধিকাংশ প্রেমে। প্রথম দেখাটা হতে পারে পাত্র-পাত্রীর বিচরণস্থল, কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা কর্মক্ষেত্রে। তবে অল্প বয়সে এ ধরনের প্রেমে পড়তে বেশি দেখা যায়। এ প্রেমে রূপ-সৌন্দর্য, দৈহিক মাপকাঠি, গায়ের রং ইত্যাদির ভূমিকা বেশি। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভূমিকা তেমন একটা দেখা যায় না।

সম্প্রতি ব্রিটিশ রাজপুত্র হ্যারি তার বাগদত্তা মেগান মার্কেলের সঙ্গে প্রেমের বিষয়েও প্রথম দেখায় প্রেমের কথাটি জানিয়েছেন।

এক সাক্ষাৎকারে হ্যারি বলেন, প্রথমবার দেখার পরেই তিনি মনে করেন যে, মেগান সেই নারী যে তার ঘরনী হবেন।

যা বলছেন গবেষকরা

গবেষকরা বলছেন প্রথম দর্শনে প্রেম হয় না। এ সময় তাহলে কী হয়?

এ প্রসঙ্গে নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্রোনিনগেনের গবেষকরা অনুসন্ধান করেছেন। তারা জানান, আমরা যে বিষয়টি স্বাভাবিকভাবে মনে করি যে, প্রথম দর্শনে প্রেম হয়, তা বাস্তবে ভিন্ন বিষয়। এটি মূলত শক্তিশালী শারীরিক আকর্ষণেরই একটি রূপ।

এ বিষয়টি গবেষণার জন্য গবেষকরা ৩৯৬ জন অংশগ্রহণকারীর বিষয়ে অনুসন্ধান করেন। তাদের ৬০ শতাংশ ছিলেন নারী। এছাড়া আরও দুটি গবেষণার ফলাফল একত্রিত করেন গবেষকরা।

এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ জন প্রতম দেখায় প্রেমের কথাটি জানিয়েছেন। তাদের অধিকাংশই ছিলেন পুরুষ।

বিষয়টি অনুসন্ধানের পর গবেষকরা সিদ্ধান্তে পৌছান যে, তারা যাকে ‘প্রথম দেখায় প্রেম’ বলছেন, তা বাস্তবে ‘শক্তিশালী শারীরিক আকর্ষণ’। তারা যাদের প্রেমে পড়েছেন বলে দাবি করছেন, তারা বেশ সুন্দর চেহারার ও শারীরিকভাবে আকর্ষণীয়।

সূত্র : ইন্ডিপেনডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *