সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আহ্বান মুনের

Slider সারাদেশ

70523_f9

বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সহিংসতা কমে আসার বিষয়টি স্বাগত জানিয়েছে জাতিসংঘ। ২৮শে এপ্রিল অনুষ্ঠেয় সিটি

করপোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তে আশান্বিত সংস্থাটির মহাসচিব বান-কি মুন। পরশু বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটে এ কথা বলা হয়। সিটি করপোরেশন নির্বাচন যেন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সকল প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মহাসচিব আরও আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই রাজনৈতিক দলগুলো দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মতপার্থক্য মিটিয়ে ফেলার পথ খুঁজে পাবে। জাতিসংঘ এ লক্ষ্যে বাংলাদেশকে অব্যাহতভাবে সহায়তা করতে বদ্ধপরিকর বলে নোটে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *