আর্জেন্টিনার পর আজ মাঠে নামবে ব্রাজিল

Slider খেলা


গতকাল (১ জুন) দিবাগত রাতে ইতালির বিপক্ষে ফিলালিসিমা ম্যাচে মাঠে নেমেছিল আর্জেণ্টিনা। মর্যাদার লড়াইয়ে ইরোপ সেরাদের হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দলটি।

আজ (২জুন) আর্ন্তজাতিক ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটা স্বাগতিক দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ডকাপ মাঠে খেলতে নামবে ব্রাজিল।
বাংলাদেশ থেকে ম্যাচটি দেখতে হবে অনলাইন প্লাট ফর্মে। ‘বিইএন স্পোর্টস ৩’ এবং ফুবো টিভিতে লাইভ দেখা যাবে ম্যাচটি।

দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে বিশ্বকাপ। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

সন্দেহ নেই, ব্রাজিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ ভয়ংকর ছিল। ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *