মঙ্গলবার (৩১ মে) সকাল ৬টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় সকাল ৬ টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকাল ৬টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৬ টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।