চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী বৈঠকে ৩ মন্ত্রী

Slider টপ নিউজ

69912_lead

মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশ না নেয়ার ওপর বিধি-নিষেধ থাকার পরও চট্টগ্রামে নির্বাচনী বৈঠকে অংশ নিয়েছেন এক মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। ওই বৈঠকে কয়েকজন সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার নগরীর জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় এই বৈঠক হয়। দুই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উপস্থিত না থাকলেও এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও ডেপুটি এটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী, জেলা আইনজবী সমিতির সভাপতি মুজিবুল হক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান উপস্থিত ছিলেন। এছাড়া প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, জাসদের এমপি মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের এমপি এম এ লতিফ, এমপি শামসুল হক চৌধুরী, এমপি দিদারুল আলম ও এমপি মাহফুজুর রহমান মিতাও ছিলেন বৈঠকে। বৈঠক প্রসঙ্গে প্রতিমন্ত্রী জাবেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে দলীয়ভাবে বসছি। নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে কথা হয়েছে। এখানে একাধিকবার নির্বাচিত অভিজ্ঞ ব্যক্তিরা ছিলেন। তারা অভিজ্ঞতা বিনিময় করেছেন। এর আগে গত ২৪শে মার্চ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফকে নিয়ে একটি বৈঠক করেন দলের সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। এজন্য নোটিশও দেয়া হয়েছে আ জ ম নাছিরকে। জাসদ নেতা বাদল বলেন, এটি ১৪ দলের পরামর্শ সভা। আজ ১৪ দল আনুষ্ঠানিকভাবে আ জ ম নাছিরকে সমর্থন দিয়েছে। বৈঠকে তো চট্টগ্রামের এমপিরা ছিলেন। কোন কক্ষে কোন মন্ত্রীরা ছিলেন, আমি জানি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *