খালেদার সঙ্গে পেশাজীবী নেতাদের বৈঠক ২রা এপ্রিল চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী

Slider বাংলার মুখোমুখি

70480_Khaleda-Zia

২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী পেশাজীবীদের একটি প্রতিনিধি দল। গত রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী সাংবাদিকদের বলেন, আগামী বৃহস্পতিবার ২রা এপ্রিল আসন্ন তিন সিটি নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনে এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি সরকার। বিএনপির প্রার্থীরা অবাধে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করতে পারছে না। নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেন রুহুল আমীন গাজী। তিনি বলেন, সরকার বলছেÑ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ নন। কিন্তু আমাদের প্রবেশ করতে ২০ মিনিট তার কার্যালয়ের সামনে অপেক্ষা করতে হয়েছে। এতে প্রমাণিত হয়Ñ তিনি এখনও অবরুদ্ধ হয়ে আছেন। এসময় বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। প্রতিনিধি দলে রয়েছেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ, এ্যাব মহাসচিব ইঞ্জিনিয়ার হারুণ-অর রশিদ,  ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রফিকুল ইসলামসহ ১৩ জন নেতা  উপস্থিত ছিলেন।
এদিকে রাতে খালেদা জিয়ার সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী ও ৪ আইনজীবী সাক্ষাৎ করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা ঘণ্টাব্যাপী বৈঠক করেন। আইনজীবীদের মধ্যে বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক এড. মাসুদ আহমেদ তালুকদার, এড. ওমর ফারুক, এড. সিমকী ইমাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *