‘ভারতের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়’

Slider টপ নিউজ

69784_kaderবাংলাদেশের মানুষের কাছে ভারতের গ্রহণযোগ্যতা এখন শূন্যেও কোঠায় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে আমাদের কাছে ভারতের গ্রহণযোগ্যতা হিমালয়ের চেয়েও উঁচুতে গিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে তাদের কর্মকান্ডে ভারতবিরোধী মনোভাব প্রবল হয়েছে। বাংলাদেশের ৫ই জানুয়ারির নির্বাচনকে ভোটারবিহীন উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনে তারা যেভাবে সরকারকে সমর্থন দিয়েছে, তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। দেশের চলমান  সঙ্কট উত্তরণে উদ্যোগ নেয়ার দাবিতে অবস্থান কর্মসূচির ৬২তম দিনে গতকাল এ আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের প্রতি মানুষের মনোভাব কোন পর্যায়ে নেমে এসেছে তা ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলার দিনে স্পষ্ট হয়েছে। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিজয়ে এদেশের মানুষ যে বিজয়োল্লাস করেছে তা গিনেসবুকে স্থান পাওয়ার মতো। অথচ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের কোথাও একটা পটকাও ফোটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *