‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী’

Slider অর্থ ও বাণিজ্য


কোনোভাবেই এ মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। দাম বাড়fলে অর্থনীতিতে বড়রকমের ক্ষতি হবে। নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে। বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সংবাদ সম্মেলনে এমন মত দেন ব্যবসায়ীরা। তারা বলছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী।

বাজারে হু হু করে বাড়ছে ভোগ্যপণ্যসহ সব পণ্যের দাম। আমদানি ব্যয় মেটাতে ডলার বেশি খরচ করতে হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ডলারের দাম। অর্থনীতির টালমাটাল অবস্থায় টিকে থাকতেই হিমশিম অবস্থা। এমন অবস্থায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আত্মঘাতী বলে মনে করছে এফবিসিসিআই।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলছেন, প্রস্তাবিত দাম বর্তমানের দামের দ্বিগুণের বেশি। এটি কার্যকর হলে বাড়বে উৎপাদন খরচ। এতে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা যদি ১৩ টাকার গ্যাসকে ২৮ টাকা করে দেই, তাহলে গ্যাস হয়তো থাকবে। তবে ইন্ডাস্ট্রি থাকবে না। দাম বাড়ালে উৎপাদন খরচও বাড়ানো হবে, এতে আমরা দুর্বল পরিস্থিতির শিকার হব। আমাদের ব্যবসায়ের ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে গেছে। এ ছাড়া মূল্যস্ফীতি বেড়ে যাবে।

এ সময় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. হাতেম বলেন, যে হারে দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে, তাহলে আর চেষ্টা করার কোনো সুযোগ থাকবে না। এতে বিদ্যুৎ লাইনও কাটবে এবং গ্যাস লাইনও কাটবে। ইন্ডাস্ট্রি এমনিতেই বন্ধ হয়ে যাবে।

সম্মেলনে ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন তিতাসের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে বলেন, কোনোভাবেই গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই।

তিনি বলেন, পেট্রোবাংলা তিতাসের কাছে গ্যাস বিক্রি করে টাকা খাচ্ছে। আবার তিতাস তিন বছরের নিট মুনাফা নিয়ে গেছে। যার পরিমাণ ৫৪৯ কোটি টাকা। তিন বছরে ১ হাজার ২০০ কোটি টাকা যেটি এনবিআর সমন্বয় করেনি তিতাস থেকে। ইতোমধ্যে তাদের কাছে গ্রাহকের ২ হাজার ২০০ কোটি টাকা ব্যাংক ডিপোজিট রয়েছে।

গ্যাস-বিদ্যুৎতের দাম বাড়ানোর চেয়ে অপচয় রোধ করার ওপর জোর দেন ব্যবসায়ীরা। অর্থনীতির এমন অবস্থায় দাম সমন্বয় করতে আমলাতান্ত্রিক নয়, রাজনৈতিক সিদ্ধান্ত চান ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *