ইসমাঈল হোসেন,গাজীপুরঃ আগামী ২৬ জুন মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি গাজীপুর জেলার সহযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকায় জেলা শহরের শিশু একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম, উপ পরিদর্শক জামির উদ্দিন ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নাছির উদ্দিন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শতাধিক শিশু অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপ পরিদর্শক জামির উদ্দিন জানান, প্রতিযোগিতায় মেধাস্থান অর্জনকারীদের আগামী ২৬ জুন মাদকদ্রব্য অবৈধ পাচার আন্তর্জাতিক দিবসে পুরস্কৃত করা হবে।