নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তিপরদি এলাকায় বাসচাপায় আমান হাওলাদার (১৯) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে সাতটা থেকে চলা এই অবরোধে সড়কে কয়েক হাজার যানবাহন আটকে পড়েছে। আমান চৈতি কম্পোজিট নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। রাস্তা পার হওয়ার সময় ঢাকা-সোনারগাঁও রুটের ‘স্বদেশ পরিবহন’ নামের একটি বাস তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনার পরে ওই ঘাতক বাস ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে শ্রমিকেরা। এছাড়া অন্তত ২৫টি যানবাহনে ভাঙচুর করা হয়। সকাল থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।