গ্রাম বাংলা ডেস্ক: আর্জেন্টিনার অ্যাঙ্গেল ডি মারিয়া তার টিমমেট লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন যে তিনিই এবারের আসরে সর্বোচ্চ সংখ্যক গোল দিয়ে গোল্ডেন বুট জিতবেন। তিনি আরো বলেছেন, তার আর্জেন্টাইন দল এখন দুর্দান্ত টিম স্পিরিট আছে, যা তুলনাহীন। তার দল ফাইনালে খেলবে বলেও তিনি জানান।
ডি মারিয়া বলেন, বিশ্বে অন্য কেউ পারে না এমন কাজ কেবল মেসিই করতে পারেন। তিনি বিশ্বকাপে মেসির চার গোলেও প্রশংসা করেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসির ভূমিকা পালন শুরু হয়েছিল ধীরে ধীরে। তবে তিনিই শেষ পর্যন্ত ম্যাচ জয়ের নায়কে পরিণত হয়েছেন।
ডি মারিয়া বলেন, মেসিই বিশ্বের সেরা। অন্য কেউ যা পারে না তা কেবল মেসিই পারে। সৌভাগ্যবশত তিনি আমাদের দলে রয়েছেন।
তিনি বলেন, তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন। তিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন।