গাজীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনে স্বরণকালের বড় জমায়েতের আশা

Slider রাজনীতি

ইসমাঈল হোসেন, গাজীপুরঃ আগামীকাল ১৮ মে বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগ নেতা কর্মিদের মাঝে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকন্ঠাও বিরাজ করছে।

গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সভাপতিত্বে সম্মলনে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

গাজীপুর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আতিকুর রহমান জুয়েল জানান, সম্মেলনকে উৎসবমূখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে সারা জেলা থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মি উপস্থিত থাকবেন। আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে জেলার ২৯০ জন কাউন্সিলর সম্মেলনে উপস্থিত থাকবেন। আগামী দিনে গাজীপুর জেলা আওয়ামীলীগের নেতৃত্ব নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগের পাশাপাশি শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত বলে জানান এই নেতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্মেলনকে ঘিরে সম্মেলন স্থলের আশপাশ এলাকা ব্যানার পোস্টার, ফেইস্টোন ও তোরণে ছেয়ে গেছে। তবে রাতের আঁধারে পোস্টার ছিড়ে ফেলার অভিযোগও করেছেন কেউ কেউ।

এর আগে সম্মলনের আমন্ত্রণপত্রকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রথম দফায় আমন্ত্রণ পত্রে সম্মেলনস্থলের স্থানীয় সাংসদের নাম না থাকাই নানামূখি আলোচনা সমালোচনার পরে দ্বিতীয় দফায় আমন্ত্রণপত্র সংশোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *