ফরিদপুরে জসীম পল্লী মেলার উদ্বোধন

Slider জাতীয়

ফরিদপুরের অম্বিকাপুরে জসীম উদ্যানে আজ থেকে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপী ‘জসীম পল্লী মেলা’। বিকেলে এ বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস, এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, কবিপুত্র ড. জামাল আনোয়ার প্রমুখ। পরে জসীম মঞ্চে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পিরা।

উল্লেখ্য, দীর্ঘ ৩ যুগ ধরে ফরিদপুরের অম্বিকাপুরের কবির বাড়ীর আঙিনায় জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত ৫ বছর ধরে নানা জটিলতা এবং করোনার কারণে মেলা বন্ধ ছিল। এ বছর ১লা জানুয়ারি থেকে মেলা শুরু হবার কথা থাকলেও করোনার কারনে তা হতে পারেনি। এবারের মেলায় নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকূপসহ বিনোদনের নানা ব্যবস্থা থাকছে। তাছাড়া দেড় শতাধিক স্টলে নানা পণ্যের সমাহার থাকছে। প্রতিদিন জসীম মঞ্চে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লী কবির জীবনী নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, নাটক ও গানের আয়োজন থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *