২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত কমেছে

জাতীয়


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ২৩ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। সবশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

শুক্রবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৩২৭ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৯৩০ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার চারজনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১২ মে) দেশে করোনায় আক্রান্ত হন ৫১ জন।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে ২৪ ঘণ্টায় এ ভাইরাসটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ সময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ হাজার ৯৬১ জন। এর আগের দিন বৃহস্পতিবার (১২ মে) এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৫০৯ জন। তার আগের দিন বুধবার (১১ মে) মারা যান ১ হাজার ৭১২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৬৫৯ জন। আগের দিন বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৫ লাখ ৭৫ হাজার ৩০৩ জন। তার আগের দিন বুধবার শনাক্ত হন ৩ লাখ ৯৫ হাজার ২৯৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৭৮৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৮৪ হাজার ৪১১। আর মোট সুস্থ হয়েছেন ৪৭ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *