না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল পাশা

Slider জাতীয়


প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তফা কামাল পাশা মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন মোস্তফা কামাল পাশা।

সাংবাদিক মোস্তফা কামাল পাশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মোস্তফা কামাল পাশার প্রথম নামাজে জানাজা দুপুর ২টায় কাজীর দেউড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। এরপর হাটহাজারীর ধলই গ্রামের বাড়িতে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোস্তফা কামাল পাশা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ১৯৫২ সালে মীর বাড়িতে জন্ম গ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন।

১৯৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন মোস্তফা কামাল পাশা। তার প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *