দুদক মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর

Slider বাংলার আদালত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ -এর বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামান এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী আদালতে আসামির জামিনের আবেদন করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে বলেন, আসামির হার্টের সমস্যা, বাইপাস সার্জারির করা হয়েছে ১৯৯৮ সালে। খুবই অসুস্থ এবং আসামির পালিয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, দেশের রাজনীতিতে পরিচিত মুখ। আসামির বিরুদ্ধে করা চার মামলার তিনটিতে এরই মধ্যে জামিন মঞ্জুর করেছেন আদালত।

অপরদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন।

দুদকের মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *