সম্প্রতি পাহাড়ী ঢলে হাওর অঞ্চলে ফসলহানির ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘অবশ্যই আমাদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা আছে। ওখানে আমন ওইভাবে হয় না, একটাই ফসল। আমরা ইতোমধ্যে কর্মসূচি নিয়েছি আউশে প্রণোদনা দেয়ার জন্য। ক্ষয়ক্ষতি মেটাতে অবশ্যই চাষীদের পাশে থাকবে এই সরকার।
তিনি বলেন, প্রতি বছর দুই কোটি টন বোরো উৎপাদন হয়। এর মধ্যে ১২ লাখ টন হয় হাওরে, যেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ১২ লাখ টনও বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার।
এ সময় সারে ভর্তুতি বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানান মন্ত্রী।