বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৫০ লাখ ছাড়ালো

Slider সারাবিশ্ব


মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ২৮৮ জন।

আর মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৯১ হাজার ৪৯৫ জনে।

এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪৩ কোটি সাত লাখ ৪১ হাজার ৩৬৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৯ লাখ ৫০ হাজার ২৪৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১০ হাজার ৫৩৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৩১ হাজার ৯৫৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৫৬০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৬৭ হাজার ২৪৯ জন। ছয় লাখ ৬০ হাজার ৭৮২ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *