মানবিক কার্যক্রম পরিচালনায় মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

Slider সারাবিশ্ব


ইউক্রেনের অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এক ঘোষণায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যুদ্ধবিরতির কথা জানায়। বৃহস্পতিবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। শহরটিতে রয়ে যাওয়া অবশিষ্ট বেসামরিক নাগরিকদের বের করার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর দিয়েছে বিবিসি।

বুধবার দেয়া ওই ঘোষণায় রাশিয়া বলে, মারিউপোলে মানবিক কার্যক্রম সফল করতে আমরা জাতিসংঘ ও রেড ক্রসের সঙ্গে সরাসরি কাজ করার প্রস্তাব দিচ্ছি। ইউক্রেনের সময় সকাল ১০ টায় এই মানবিক করিডোর খুলে দেয়া হবে। এটি মারিউপোল থেকে জাপোরিঝিয়া শহরে যাবে। এখনো ইউক্রেনের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি।
এর আগেও মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। তবে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় তা কার্যকরি হয়নি। রাশিয়ার বিরুদ্ধে জোরপূর্বক ইউক্রেনীয়দের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছিল।

এদিকে যুদ্ধের কারণে মারিউপোলের অবস্থা কেমন হয়েছে স্যাটেলাইট থেকে তোলা সেরকম কিছু ছবি প্রকাশ করেছে পৃথিবী পর্যবেক্ষণকারী কোম্পানি মাক্সার। এতে শহরের বিভিন্ন অংশে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থান এবং যুদ্ধ পরিচালনা উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *