৪ দিন পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৮১

Slider জাতীয়

টানা চার দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮১ জনের শরীরে।

এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১১৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩৯৭টি। শনাক্তের হার ০.৮৬ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন।সবশেষ যিনি মারা গেছেন তিনি একজন নারী। তার বাড়ি সিলেট বিভাগে।
এর আগে রোববার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৩ জনের শরীরে। মৃত্যু হয়নি কারো।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *