ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই – এমপি গোপাল

Slider রংপুর

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির জন্য সুষ্ঠু, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পথ সুগম করতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বর্তমান সরকার। আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ২৩ মার্চ বুধবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি।

এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সন্ধায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে কালীমেলা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবীর বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *