বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়ালো

Slider সারাবিশ্ব

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে কমছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯০২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন। আগের দিন মারা গেছেন ৩ হাজার ৮৬৭ জন ও সংক্রমিত হন ১৪ লাখ ৩০ হাজার ৯৭১ জন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ১১৩ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৫৫৬ জনে। এসময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৪০ কোটি ৭০ লাখ ২১ হাজার ৯৪২ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। আক্রান্তের দিক থেকে তালিকার এগারো নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭০৮ জন এবং মারা গেছেন ৩২৭ জন। তবে, দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার কোনো তথ্য পাওয়া যায়নি।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার পরই ভিয়েতনামের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ১ লাখ ৪১ হাজার ১৫১ জন, মারা গেছেন ৬৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *